প্রকাশিত: Tue, Jun 13, 2023 9:03 PM আপডেট: Mon, Jan 26, 2026 4:44 AM
দাঙ্গায় নিহত শতাধিক,৩৪৯ আশ্রয় কেন্দ্রে ৫০ হাজার শরণার্থী
ভারতের মণিপুর এখনো অশান্ত
মাছুম বিল্লাহ: আদিবাসি মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত দাঙ্গা চলছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্য রাজ্য মনিপুরে। শান্তি ফিরিয়ে আনার সব রকম চেষ্টা করছে দেশটির কেন্দ্রীয় সরকার। কিন্তু কিছুতেই যেন মিলছে না সমাধান সূত্র। একের পর এক সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। আপাতত রাজ্যটিতে ইন্টারনেট সেবা বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ১৫ ই জুন পর্যন্ত মনিপুরে বন্ধ থাকবে ইন্টারনেট সেবা।
মনিপুরের আধিবাসি মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতির মর্যাদা দেওয়া নিয়ে গত ৩ মে থেকে অশান্ত হয়ে ওঠে মণিপুর। টানা এক মাসের বেশি রাজ্যটিতে চলা জাতি দাঙ্গায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। সেনাবাহিনী নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। গত ২৯ মে মণিপুরে গিয়ে চারদিন ঘাঁটি গেড়ে রাজ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। উল্টে জঙ্গিদের হামলায় গত কয়েকদিনে এক বিএসএফ সদস্যসহ বেশ কয়েকজন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।
মণিপুরে শান্তি ফেরাতে অমিত শাহ আদিবাসী জনজাতিদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেই সঙ্গে গঠন করা হয় শান্তি কমিটি। এর মধ্যেই কেন্দ্রীয় সরকারের তৈরি শান্তি কমিটি বয়কট করেছে কুকি সম্প্রদায়। রাজ্যটির মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের উপস্থতিতেইে প্রতিবাদ জানিয়েই তারা এই বয়কট ঘোষণা করে। তাদের অভিযোগ ৫১ সদস্যের একটি কমিটি করে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাতে মুখ্যমন্ত্রী বীরেন সিংও ছিলেন। কিন্তু নেই কোন কেন্দ্রীয় প্রতিনিধি।
এদিকে এক মাসের বেশি সময় ধরে উত্তপ্ত থাকার পরে সেখানে এবার শান্তি এবং স্বাভাবিক অবস্থা ফিরছে বলে দাবি করেছেন মণিপুরের তথ্য এবং জন সংযোগ মন্ত্রী সাপাম রঞ্জন। তিনি সোমবার জানান, সেখানে গত ৪৮ ঘণ্টায় কোন সহিংসতার ঘটনা ঘটেনি।
তিনি জানান, মনিপুরে দাঙ্গায় ৫০ হাজার ৬৪৮জনকে মানুষকে ৩৪৯টি আশ্রয় শিবিরে রাখা হয়েছে। রাজ্যে নিত্যপণ্যের সংকট লাগবে আসাম থেকে থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা হচ্ছে। শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত ২৩৭০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আনা হয়েছে।
অন্যদিকে, মণিপুরের প্রশাসন জানিয়েছে, সেখানের বিভিন্ন এলাকায় কারফিউতে আরও শিথিলতা নিয়ে আসা হয়েছে।
রবিবার কেন্দ্রীয় সরকারে মন্ত্রী আর কে রঞ্জন জানান, যারা দাঙ্গার সঙ্গে জড়িত তাদের খোঁজে রাজ্যজুড়ে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, আসাম রাইফেলস, আধাসেনা ও রাজ্য পুলিশ। সাম্প্রতিক চিরুনি তল্লাশিতে ৫৩টি আগ্নেয়াস্ত্র ও ৩৯টি বোমা উদ্ধার হয়েছে। এছাড়া, দাঙ্গায় ঘরছাড়া শিক্ষার্থীদের শিক্ষার কথা মাথায় রেখে একটি নকশা তৈরি হয়েছে। শীঘ্রই তা ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রঞ্জন।
উল্লেখ্য, ৩ মে ‘ট্রাইবাল সলিডারিটি মার্চ’ শুরু করে ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অব মণিপুর’। মেতেইদের তফসিলি উপজাতির তকমা না দেওয়ার দাবিতেই ছিল এই মিছিল। ক্রমেই তা হিংসাত্মক আকার ধারণ করে। মেতেই সংখ্যাগুরু ইম্ফল উপত্যকায় বেশকিছু বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর এর প্রতিক্রিয়াও হয় প্রায় সঙ্গে সঙ্গে। গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে হিংসা।
এহেন পরিস্থিতিতে, গত মাসেই দিল্লিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘ওয়ার্ল্ড মেতেই কাউন্সিল’। তাদের দাবি, মণিপুরে যে সমস্ত হিংসাত্মক ঘটনা ঘটেছে তা পূর্বপরিকল্পিত। মেতেই এবং নাগারাই মণিপুরের ভূমিপুত্র। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে